হোয়াইট ওয়াস বাংলাদেশ 24 24 Sangbad প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২১ এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের কাছে রীতিমতো নাকানি চুবানি খেলো বাংলাদেশ। প্রথম ODI ম্যাচে ৮ উইকেটে হার, দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হার এবার রানের গন্ডিতে চাপা পরে ১৬৪ রানে হেরে হোয়াইট ওয়াস হলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এভাবে বিশাল ব্যবধানে হারের তোপে পরে দেশের খেলা প্রিয় মানুষদের হতাশ করেছে টাইগাররা। টপ অর্ডারে ব্যর্থতা এবং পার্টনারশিপের অভাবে রানের চাকা ঘুরাতে পারেনি বাংলাদেশ, আর উইকেট শিকারেও রীতিমতো ব্যার্থতা দেখিয়ে যাচ্ছে বোলাররা। সব মিলিয়ে ব্যর্থতাটা বাংলাদেশের অনুকূলেই রয়ে গেল। এবার সকলে চোখ ৩টি টি-২০ ম্যাচে। আগামি ২৮ ও ৩০ মার্চ এবং ১লা এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। সকল ব্যর্থতা কাটিয়ে টি-২০ দিয়ে বাংলাদেশের দর্শকদের মুখে হাসি ফোটাতে পারবেকি টাইগাররা??? SHARES আরও পড়ুন অলিখিত ফাইনালে বাংলাদেশের হারের ময়নাতদন্ত একই ওভারে নাঈম-আফিফের বিদায়